ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)ঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিজিএমইএ), আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা কর্তৃক আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ থেকে ২২/০৩/২০২৫ তারিখ পর্যন্ত ১০ (দশ) সপ্তাহব্যাপী পলিসি অ্যানালাইসিস শীর্ষক ২য় ব্যাচের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। Skill for Industry Competitiveness and Innovation Programme (SICIP) প্রকল্পের আওতায় অর্থ বিভাগ কর্তৃক এ প্রশিক্ষণ কোর্সটির অর্থায়ন করা হবে। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ২০ (বিশ) জন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব হাওলাদার আবু সাঈদ কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তাগণ হলেন: (১) অতীন কুমার কুন্ডু, যুগ্মসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (২) মোহাম্মদ মনসুর উদ্দিন, উপসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (৩) মো: আবুজাফর রিপন, পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা; (৪) শারমিন সুলতানা, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (৫) মো: রাজিবুল আলম, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধান উপদেষ্টার কার্যালয়; (৬) পুলক কান্তি চক্রবর্তী, সিনিয়র সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়; (৭) মো: রিফাত ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা; (৮) হোসাইন মোহাম্মদ হাই জকি, প্রধান নির্বাহী কর্মকর্তা, কুড়িগ্রাম পৌরসভা; (৯) ইশতিয়াক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), সাতক্ষীরা পৌরসভা; (১০) মো: আব্দুল্লাহ আল মাহফুজ, প্রধান নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট পৌরসভা; (১১) মাসুমা জামান, উপসচিব (ড্রাফটিং), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; (১২) তারিন মসরুর, সিনিয়র সহকারী সচিব (সচিবের একান্ত সচিব), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়; (১৩) ড. ইন্দ্রনী ধর, সহকারী অধ্যাপক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (১৪) ফারহানা আক্তার, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হরগংগা কলেজ, (১৫) রেক্সোনা খানম, প্রভাষক, প্রাণিবিদ্যা, শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোপালগঞ্জ; (১৬) সুরাইয়া হক, প্রভাষক (প্রাণিবিদ্যা), শহীদ বুলবুল সরকারি কলেজ, সিলেট; (১৭) মো: শাহাবুদ্দিন কবীর বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা; (১৮) কানাই লাল সরকার, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা; (১৯) মো: হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, এসপিবিএন-২ মোহাম্মদপুর, ঢাকা; (২০) মো: আলিমুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাডা), গাজীপুর।
০৫টি শর্ত সাপেক্ষে উল্লেখিত কর্মকর্তাগণকে পলিসি অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সে মনোনীত করা হয়। শর্তগুলো হলো: (১) কোর্সটি বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিজিএমইএ) ই-৩৩, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। (২) মনোনীত কর্মকর্তাগণকে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ পূর্বক আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ সকাল ৮.৩০ টার মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিজিএমইএ) ই-৩৩, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকাতে যোগদান করতে হবে। অন্যথায়, আগামী ১১/০১/২০২৫ ইং তারিখ হতে মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand released) বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন; (৩) প্রয়োজনে: ড. দেবাশিস দাশ, ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিজিএমইএ) ই-৩৩, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা (মোবাইল: ০১৯৩২৬৯৮৪৭২) এর সাথে যোগাযোগ করা যাবে; (৪) প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বেতন ও ভাতাদি নিজ নিজ দপ্তর হতে প্রাপ্য হবেন; (৫) কোর্সটি অনাবাসিক।