পল্লী কবি জসীম উদ্দীন পদক পেলেন সহঃ অধ্যাপক কবি আব্দুর রাজ্জাক রঞ্জু

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : পল্লীকবি জসীমউদ্দীন পরিষদ বগুড়া আয়োজিত আন্তর্জাতিক লেখক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ এ শিক্ষা ও সাহিত্যে অবদান রাখায় মহাস্থান মাহীসওয়ার কলেজের সহঃ অধ্যাপক কবি আব্দুর রাজ্জাক রঞ্জুকে পল্লী কবি জসীম উদ্দীন পদকে ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ চিত্তরঞ্জন মিশ্র।  প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.গোলাম মোস্তফা। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের  প্রফেসর ডক্টর রজিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, ডাক্তার মতিউর রহমান, উপনির্বাহী পরিচালক টিএমএসএস, আবু জাফর দিলু সভাপতি,কবি জসীমউদ্দীন পরিষদ ফরিদপুর। এছাড়াও ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের রানার পত্রিকার সাহিত্য সম্পাদক শোভারানী বিশ্বাস। আরশি সম্পাদক মাহফুল আখতার। পল্লীকবি জসীমউদ্দীন পরিষদ বগুড়া এর সভাপতি কবি এডভোকেট নুরুল ইসলামের তত্ত্বাবধানে সার্বিক অনুষ্ঠান পরিচালিত হয়।  বগুড়া,পাবনা,মেহেরপুর, ফরিদপুর,নওগাঁ,সিরাজগঞ্জ, জয়পুরহাট,গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে কবি  ও সাহিত্যিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গুণীজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ কবি জসীম উদ্ দীন পদক,সম্মাননা ও সনদ প্রদান করা হয়। শিক্ষক, উপস্থাপক ও বাচিক শিল্পী শেখ নূরুল ইসলাম(ফরিপুর) ও সহঃ অধ্যাপক এম এ জাহেদ (বগুড়া)এর উপস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উপভোগ্য হয়ে ওঠে। পুরস্কার ও পদকপ্রাপ্ত অন্যান্য গুণীজনদের মধ্যে উল্লেখযোগ্য  টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম সমাজসেবায়,পুণ্ড্র  বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ চিত্তরঞ্জন মিশ্র উচ্চশিক্ষায়,টিএমএসএস এর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জাকির হোসেন চিকিৎসা সেবায়, দৈনিক করতো য়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লালু সাংবাদিকতায় , মোঃ নজিবর রহমান জিয়া প্রবন্ধ ও সংগঠনে নুরুল ইসলাম চৌধুরী লেখক সংগঠক এনআইসি কবিতায় প্রমুখ গুণীজন এ পদক পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *