মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : পুণ্ড্র সাহিত্য সংসদ বগুড়া এর উদ্যোগে মরহুম কবি সাহেব মাহমুদ স্মরণে শনিবার (১৫ ফেব্রুয়ারি)সকাল দশটায় পীরগাছা আদর্শ কেজি মাদ্রাসায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুণ্ড্র সাহিত্য সংসদ বগুড়া এর সভাপতি মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের সহঃ অধ্যাপক আব্দুর রাজ্জাক রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবির জীবন ও সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন কবি ও লেখক রাববানী সরকার,জনতা ডিগ্রি কলেজের সহঃ অধ্যাপক কবি মুহাম্মাদ তোফাজ্জল হোসেন, কবি মোঃ আমিনুর রহমান, কবি প্রদীপ কুমার দেব নাথ,প্রভাষক ডালিম কুমার, কবি মোঃ মোস্তাফিজার রহমান,কবি এম আব্দুর রউফ মুন্নাত, শাহাদত হোসেন প্রমুখ। বক্তারা বলেন সাহেব মাহমুদ প্রত্যন্ত অঞ্চলে বাস করেও ছিলেন একজন আধুনিক ধারার সফল কবি।
তিনি তাঁর লেখার মাধ্যমে বেঁচে থাকবেন পাঠকের হৃদয়ে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুণ্ড্র সাহিত্য সংসদ বগুড়া এর সাধারণ সম্পাদক কবি আরিফুল ইসলাম। স্মরণ সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং সেইসাথে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।