পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ট্রাক চালকের মৃত্যুতে আমদানি রপতানি বন্ধ

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ ভারতের পেট্রাপোলে বাংলাদেশী ট্রাক ড্রাইভার এর মৃত্যুর হয়েছে। লাশ বাংলাদেশে হস্তান্তর না করায়  বেনাপোল – পেট্রাপোল বন্দরে  দুই দেশের আমদানি রপতানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে  বাংলাদেশী ট্রাক ড্রাইভার নাজমুল শাহদাৎ বাবলু (৬৩) স্ট্রোক করে পেট্রাপোল বন্দরে মারা যায়।

মৃত নাজমুল  ঝিকরগাছা পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত ওলিয়ার রহমান সরদার এর ছেলে।

বেনাপোল স্থল বন্দরের সিএন্ড এফ এজেন্ড এর কর্মচারী বাবু বলেন, বুধবার (১১ অক্টোবর ) রাত সাড়ে ৮ টার সময় ট্রাক ড্রাইভার নাজমুল  রফতানিকৃত  পাটজাত পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। আমদানি রপতানি বন্ধ থাকায় দুই দেশের শত শত ট্রাক পণ্য নিয়ে উভয় বন্দরে প্রবেশের অপেক্ষায় সারিবদ্ধ হয়ে রাস্তায় দাড়িয়ে আছে। এর মধ্যে শিল্পকার খানার কাঁচামাল ও পচনশীল পণ্য রয়েছে বলে জানান ওই সিএন্ড এফ কর্মচরী।

বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় লাশ বাংলাদেশে হস্তান্তর করবে ভারতীয় প্রশাসন। বেলা ৪ টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হস্তান্তর করেনি ভারত।

লাশ হস্তান্তর হলে পুনরায় আমদানি রপতানি প্রক্রিয়া চালু হবে বলে আমদানি রফতানি  ট্রাক চালকরা মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published.