প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে মাধ্যমে উদ্বোধন করলেন জয়পুরহাটে চারটি নদী

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার  তুলসীগঙ্গা, ছোট যমুনা, চিরি ও হারাবতী নদী পূর্ণ খনন প্রকল্পের আওতায় কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বেলা সারে ১১টায় ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহারুল ইসলাম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বম্বু ইউপি চেয়ারম্যান মোল্লা শামসুল আলম, তুলসীগঙ্গা ইউপি চেয়ারম্যান বজলুর রহমান খান, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন প্রমুখ।
এ প্রকল্পে চারটি নদীতে পুর্নখনন বাবদ ১২৭ কোটি টাকা ব্যয়ে কাজ সম্পূর্ণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.