প্রবাসীকে মারধর করে জোরপূর্বক স্টাম্প আদায়

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)ঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালীর বাসিন্দা সৌদি প্রবাসী আশরাফুল কায়েশ মামুনের নিকট থেকে মারধর করে ০৩টি  অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া যায়। গত ০৫/০৪/২৫ ইং তারিখ সকাল ১১ টা ৩০  মিনিটের সময় পুরুত্যাখালী বাজারস্থ ছুট্টুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় পুরুত্যাখালীর মৃত চাঁদ মিয়ার পুত্র ছৈয়দ আলম (৫০) ও মনোয়ার আলম (৫৩),
একই এলাকার মনিরুজ্জামানের পুত্র আবু ইউসুফ (২৮), মগনামার ঘোলার টেকের মৃত শফি আলমের পুত্র মোহাম্মদ আলম (৪৫) জড়িত আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত ছৈয়দ আলমকে হুন্ডি ব্যবসার দায়ে সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতারের চেষ্টা চালায়। উল্লেখিত বিবাদীগণ  উক্ত ঘটনার জন্য আশরাফুল কায়েশ মামুন জড়িত আছেন মর্মে  দায়ী করেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, এ বিষয়ে আজ ০৬/০৪/২০২৫ ইং তারিখ আশরাফুল কায়েশ মামুনের বড় ভাই মো: ইসমাইল হোসাইন (৩৭) চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং- ২৯০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *