”প্রেম অন্বেষণ !” কবি- গুলজার রহমান

”প্রেম অন্বেষণ !”

 কবি- গুলজার রহমান

তুমি ছিলে তুমি আছো–
ত্রিলোকের নিরন্তর দোসর হয়ে
ক্ষণিক জানা অজানার মাঝে
সম্পর্কের অদৃশ্য মেলবন্ধনে

রাত্রি, সকাল, দুপুর, সাঁজে কর্মের মাঝে
তুমি নেই তবু আছো জানি সারাক্ষণ
আপন মনে জ্ঞানে-অজ্ঞান সঙ্গোপনে
অদৃশ্য প্রেমের মধুর আলিঙ্গন !!

প্রতিক্ষণে হৃদয়েতে প্রেমের অনন্য প্রিয়াস
এ কেমন প্রেম এ কেমন ভালোবাসা
যেখানে নেই প্রেমিক প্রেমিকার আনাগোনা
চাওয়া পাওয়ার উদ্ধে এক অনন্য প্রত্যাশা।

জানা অজানা পথে সর্বদা খুঁজি তোমায়
দৃষ্টিতে পাই কিংবা না পাই
তবু উদার মনে উজাড় করে
ভালো বেসে সব টুকু দিতে চাই।।

আজও খুঁজি তোমায় প্রতিক্ষণ
যেখানে যাই জাগে অদৃশ্য প্রেমের শিহরণ
চাই, স্বর্গীয় প্রবিত্র প্রেম, ভালোবাসা
অজানা নির্জনে বেহেশতী প্রেম অন্বেষণ।

Leave a Reply

Your email address will not be published.