ফলাফল সংশোধন করে দ্রুত প্রকাশ করার দাবী

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ারঃ বগুড়া কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ এস.এস.সি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক শনিবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ধর্না দিলে প্রধান শিক্ষকের কথায় আশ্বস্ত হয়ে তারা থেকে বাড়ি ফিরে যায়।

শুক্রবার সারাদেশে এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফলে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ২৩ শিক্ষার্থীকে একযোগে অকৃতকার্য দেখানো হয়েছে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বুঝতে পারেন যে, আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার মার্ক রাজশাহী শিক্ষা বোর্ডে না পৌঁছায় তাদের অকৃতকার্য দেখানো হয়েছে। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ.এম.এ ছালাম জানান, তাদের বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র ছিল কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।তিনি বলেন কেন্দ্র সচিবের গাফলতির কারণে আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার মার্ক রাজশাহী শিক্ষা বোর্ডে না পৌঁছায় বাণিজ্য বিভাগের ফলাফল এমন হয়েছে।

এ বিষয়টি নিয়ে আজ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষার্থী এবং তার অভিভাবকবৃন্দ বিদ্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন। এসময় প্রধান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তাদের বাড়ি ফিরে যাবার অনুরোধ করলে তারা বাড়ি ফিরে যায়।

এদিকে উল্লেখিত বিষয়ে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. বেলাল উদ্দিন প্রাং এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার মার্ক যথাযথ সময়ে বোর্ডে পাঠানো হয়েছে। তার মতে, কারিগরি ক্রটির কারণে ফলাফলের এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভয় পাবার কিছু নেই সঠিক ফলাফল অতি দ্রুত প্রকাশের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

আরোও জানা যায়, ২৩ জন শিক্ষার্থীর ফলাফলের বিষয় নিয়ে আগামীকাল রোববার দুই বিদ্যালয়ের প্রধানকে(কেন্দ্র সচিব) রাজশাহী শিক্ষা বোর্ডে ডাকা হয়েছে। তবে ২৩ জন শিক্ষার্থী ও তার অভিভাবক ফলাফল নিয়ে চরম হতাশায় ভুগছে। এদিকে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৩ শিক্ষার্থীর অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে আগামীকাল ডাক যোগে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.