ফিলিস্তিনিদের নিয়ে কবি গুলজার রহমানের চমৎকার একটি প্রতিবাদি কবিতা-“নির্যাতিত ফিলিস্তিন”

কবি- গুলজার রহমান

“নির্যাতিত ফিলিস্তিন”

হে অপ্রকাশ‍্য মহা পরাক্রমশালী
আলোর দিশারী অনন্ত মেহেরবান!
অন্তর জ্বলছে মুসলিম জাহানে
জ্বলছে নির্যাতিত ফিলিস্তিনি প্রাণ!

প্রকাশ‍্য-গোপনে কায়মনে অনুক্ষণ
তোমারই শানেই কৃপাগুন
প্রলয় সৃষ্টি যাচি ইসলাম শত্রুর দমন!
চাই তোমার অদৃশ্য শক্তির প্রতিফলন,
যেমনটা ছিল পূর্ববর্তী জালিমদের নিধন।

পাপী অনুতাপি আরও অনুরাগী
হে চির মহান গাহি সে গান!
জানি বিদ‍্যমান ক্ষীর্ণ এ ঈমান
চাই ফিলিস্তিনের কষ্টের দ্রুত আছান।

আসার দ্বীপ জ্বালি তোমারই লাগি
পাপিদের পাপের করো নাশ
তাই অবাঞ্চিত ক্ষত বিক্ষত মুসলিম যতো
আল্লাহ্ ছাড়া মানে না কারও দাস।

পাঠাও আবাবিল দাও বজ্রপাত
করো অগ্নিবর্ষণ আসুক
ইমাম মেহেদিয়ান করুক প্রতিঘাত,
দুষ্টের দমন শিষ্টের পালনে
সকল অপশক্তির হোক ধূলিসাৎ।

Leave a Reply

Your email address will not be published.