বগুড়া আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হুমায়ূন আহমেদ, স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া : মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসন, আদমদীঘি থানা, উপজেলার আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। (১৭ মার্চ, রবিবার ) সকালে এ উপলক্ষ্যে বগুড়া জেলার, আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৩ সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (বাঁধন)। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা  কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী। সভাপতির বক্তব্যে রুমানা আফরোজ বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও সম্মোহনী নেতা। তিনি জাতিকে স্বপ্ন দেখেছিলেন, এ দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, এই স্বপ্ন সকলেই দেখাতে পারেনা। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এছাড়াও বক্তব্য রাখেন- আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল অফিসার নাজরান রউফ, থানা অফিসার  ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ম‍ৎস‍্য কর্মকর্তা সুজয় পাল, আঃ লীগের সহ- সভাপতি  আবু রেজা খাঁন, আঃ লীগ সহ- সভাপতি  এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, অধ‍্যক্ষ আব্দুর রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবির হোসেন। এছাড়াও এসময়  উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি ) ফিরুজ হোসেন, সান্তাহার জিআরপি থানা (ওসি) মোক্তার হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, সান্তাহার মাদকদ্রব্য পরিদর্শক এসএমএল তাস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরুপমা সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.