বগুড়া মহস্থানগড়ে শেষ বৈশাখে প্রশাসনের নাকের ডগায় গাঁজার আসর

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার : বগুড়ার মহাস্থানগড় প্রতিবছরের (শেষ বৈশাখ) ওরস ঘিরে বোরহান উদ্দিনের মাজার প্রাঙ্গণে প্রশাসনের নাকের ডগায় গাজার আসর।সেই সাথে চলছে গাঁজা বিক্রি।এ যেন এক গাজার উৎসব।

শাহ সুলতান বলখী বা শাহ সুলতান বলখী মাহিসাওয়ার একাদশ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক ছিলেন। তিনি পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন।

ইতিহাসবিদ প্রভাষ চন্দ্র সেন রচিত ‘বগুড়ার ইতিহাস’ (১৯১২ সালে প্রকাশিত) গ্রন্থে উল্লেখ আছে, ১০৪৩ সালে (হিজরী ৪৩৯) রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফী শাহ সুলতান বলখী যুদ্ধে পরাজিত ও নিহত করেন।

কিন্তু তার সমাধিস্থল সুলতান বলখির মাজার প্রাঙ্গণে চলছে গাঁজা সেবন এবং গাঁজা বিক্রি এ যেন প্রশাসনের নাকের ডগায় প্রশাসনের সামনেই সেবন করছেন গাঁজা সহ ও অন্যান্য মাদক দ্রব্য।

Leave a Reply

Your email address will not be published.