বদলগাছীতে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বুলবুল আহমেদ (বুলু), বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেল ৩টায় বদলগাছী ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে কেক কাটা মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। পরে ডাকবাংলো সামনে থেকে এক বর্ণাঢ্য রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী উপজেলা শহরের চৌরাস্তায় সভাস্থলে মিছিলটি মিলিত হয়।

বিকেল ৪ টায় এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী মহাদেবপুর আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মণ্ডল, প্রমুখ।
বক্তারা জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তির কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন,সাধারণ সম্পাদক সুব্রত,উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু।যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অরেঞ্জ নওগাঁ জেলা পরিষদের সদস্য রাহেলা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা সুরাইয়া সিদ্দিকা ফেন্সি -মহিলা লীগের নেত্রী মমতাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারান সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জুবায়ের হোসেন রুবেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলী, সদস্য মাহবুব আলম জামিল।উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমেদ শ্যামল, ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর রহমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না বিলাশবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, উজ্জ্বল, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান, মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ হোসেন কোলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন সিদ্দিক মাস্টার রেহেনা রিনা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.