বদলগাছীতে চাপের মুখে শিক্ষককে পদত্যাগপত্র লিখে নেওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর কোলা বিজলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর মোহাম্মদকে অফিস রুমে আটকে রেখে মারপিট করে চাপের মুখে চাকুরী থেকে অব্যাহতি পত্র লিখে নেওয়ার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। ক্লাস বর্জন করে ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ জানায়। ছাত্রছাত্রীরা ঐ শিক্ষককে ফিরে চায় স্কুলে। স্কুল কর্র্তপক্ষ জানায় গত বুধবার বেলা ২টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এলাকার কিছু বহিরাগত শিক্ষার্থী শিক্ষক নুর মোহাম্মদ এর নামে ৯ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে অফিসে ঐ শিক্ষককে মারপিট করে জোড়পূর্বক অব্যাহতি পত্র লিখে দিতে বাধ্য করে। ছাত্রীর সঙ্গে শিক্ষকের প্রেমের সম্পর্কের কথা ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশ লোকজন স্কুল মাঠে এসে বিক্ষোভ করে। ঐ দিন বিকালে সেনাবাহিনী এসে শিক্ষক নুর মোহাম্মদকে উদ্ধার করে তার আত্মীয় স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বেড়িয়ে আসে এবং শিক্ষককে মারপিট করা সহ চাপের মুখে চাকুরী অব্যাহতি পত্র লিখে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বহিরাগত শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীদের মুখোমুখী অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় এলাকার লোকজন এসে পরিস্থিত শান্ত করে। বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায় স্যারের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমরা ঐ স্যারকে স্কুলে ফিরে চাই। যে ছাত্রীকে নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ঐ ছাত্রীর বাবা জানায় আমি স্কুলে গিয়েছিলাম আমার মেয়েকে যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে বিচার চেয়েছি। স্কুলের প্রধান শিক্ষক প্রার্থ কুমার মন্ডল জানায় আমি কিছু জানিনা। মঙলবার ২টার পর বহিরাগত শিক্ষার্থীরা অফিসে এসে শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে প্রেম সম্পর্কের অভিযোগ এনে চাপের মুখে অব্যাহতিপত্র লিখে নেয়। যে ছাত্রীকে নিয়ে অভিযোগ তোলা হয়েছে ঐ ছাত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ মিথ্যা বলে যারা গুজব রটিয়েছে তাদের বিরুদ্ধে পাল্টা বিচার দাবী করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো, শফিউল আলম জানান আমি স্কুলে গিয়েছিলাম দুপক্ষই শান্ত আছে। বিষয়টি নিয়ে ইউএনও স্যার দুএক দিনের মধ্যেই বসবেন। ্জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মাহবুব হাসান বলেন আমি বিষয়টি জেনেছি আগামী শনিবারে বিষয়টি নিয়ে বসা হবে।

Leave a Reply

Your email address will not be published.