বদলগাছী‌তে পুরাতন পুকুর থে‌কে ১২০ কে‌জি ওজ‌নের শিব লিঙ্গ উদ্ধার ও বৌদ্ধ বিহা‌রে হস্থান্তর

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁ বদলগাছী‌তে এক‌টি পুরাতন পুকুর খনন কর‌তে গি‌য়ে ১২০ কে‌জি ওজ‌নের বে‌লে পাথরের শিব লিঙ্গ পাওয়া গে‌ছে।

ানা য়ায়, উপ‌জেলার মাধবপাড়া গ্রা‌মে ম‌জিবর রহমা‌নের এক‌টি পুরাতন পুকুর ভেকু দি‌য়ে খনন কাজ চল‌ছিল। এর ম‌ধ্যে গত শুক্রবার বি‌কে‌লে খনন কাজ চলাকা‌লিন সম‌য়ে ১২০ কে‌জি ওজ‌নের এক‌টি শিব লিঙ্গ পাওয়া যায়। শিব লিঙ্গ‌টি ওই গ্রা‌মের আ‌দিবা‌সিরা নি‌য়ে যায়। পুকুর মা‌লিক ম‌জিবর রহমান জান‌তে পে‌রে বিষয়‌টি স‌ঙ্গে স‌ঙ্গে উপ‌জেলা ক‌মিশনার (ভূ‌মি) আ‌তিয়া খাতুন‌কে জানান। আ‌তিয়া খাতু‌নের নি‌র্দেশে থানা পু‌লিশ মাধবপাড়া গ্রা‌মের জৈনক‌ আ‌দিবা‌সির বা‌ড়ি থে‌কে শিব লিঙ্গ‌টি উদ্ধার ক‌রে উপ‌স্থিত আধাইপুর ইউ‌পি চেয়ারম‌্যান এ কে এম রেজাউল ক‌রিম পল্টন ও স্থানীয় লোকজ‌নের উপ‌স্থি‌তি‌তে বৌদ্ধ বিহার কা‌স্টো‌ডিয়ান ফজলুল ক‌রি‌মের নিকট হস্থান্তর করেন।


এ বিষ‌য়ে পাহাড়পুর বৌদ্ধ বিহা‌রের কাস্ট‌ডিয়ান ফজলুল ক‌রিম ব‌লেন, বে‌লে পাথ‌রের শিব লিঙ্গ‌টি এক‌টি অমুল‌্য সম্পদ। প্রত্নতথ‌্য সমৃদ্ধ বৌদ্ধ বিহা‌র যাদু ঘ‌রে  ‌শিব লিঙ্গটি রাখা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published.