বদলগাছীতে বঙ্গবন্ধুরপ্রতিকৃতিতে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা  নিবেদন 

বুলবুল আহমেদ ( বুলু) ,বদলগাছী নওগাঁ: বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ জেলা বদলগাছী উপজেলা শাখা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
 রোববার সকালে ১০টায়  বদলগাছী উপজেলা শহরের পাশে ডাংকবালোয় বঙ্গবন্ধু স্মৃতির সামনে উপজেলা আওয়ামী  সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন মন্ডল এর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ ।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী  সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল,শরিফুল, ইকবাল, পলাশ মিঠু  প্রমুখ।
পরে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহীন মন্ডল গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে করুণ স্মৃতি  ২৫ মার্চের কালরাত। প্রতি বছর ২৬ মার্চ এই দিনটিতে সেই কালো রাতের স্মৃতি বাঙ্গালি জাতির সামনে অকপটে ভেসে উঠে। ১৯৭১ সালের এই  রাত থেকে নয় মাসের রক্তক্ষয়ী অগ্নিপরীক্ষার সূচনা হয়েছিল।
পাকিস্তানি দখলদার বাহিনীর দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।
দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে মুক্তি অর্জন করে বাংলাদেশ। জন্ম লাভ করে একটি স্বাধীন রাষ্ট্র। ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.