বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন”

বুলু বদলগাছী  (নওগাঁ)প্রতিনিধিঃ অধিকার, সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে  আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (০৮ মার্চ) বেলা ১২টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
এসময় প্রধান অতিথি বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন।নারীরা আজ বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করে আত্ননির্ভশীল হচ্ছে। দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সন্ধ্যা লিন্ডুয়ার-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমদাদুল হক দুলু,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু-জর গিফারী সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *