বদলগাছীতে বাল্য বিয়ে প্রতিরোধে দেওয়ালিকা উপস্থাপন ও সপথ বাক্য পাঠ

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাল্য বিয়ে প্রতিরোধে বাল্য বিয়ে না বলুন- দেওয়ালিকা উপস্থাপন ও কিশোরীদের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী বের করা হয়। বুধবার সকাল ৯ টায় শুরকালী মোর থেকে সাইকেল র‌্যালীটি শুরু করে উপজেলা সদরে লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। বালিকা বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতা মুলক বাল্য বিয়ে না বলুন দেওয়ালিকা উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডবিøউএফডি এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আতিয়া খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আগামীর পথে কর্মসূচীর প্রোগ্রাম অফিসার জুলেখা আকতার, ফিল্ড ফ্যাসিলেটর আফরিন সুলতানা, আমিনুল ইসলাম, সি এম আদরী, সুণি বাসঁফোড়, অনিক ঘোস, মাফিজুল, জগদিশ চন্দ্র, প্রমুখ। অনুষ্ঠানে কিশোরীদের বাল্য বিয়ে না বলুন সপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published.