মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিঠুকে মারপিট করে স্থানীয় মেম্বার এখন জেল হাজতে। ঘটনার প্রায় দেড় মাস পর থানা পুলিশ মেম্বারকে এশরাককে গ্রেপ্তার করে। গ্রামবাসী জানায় উপজেলার বিলাশবাড়ী ইউপির শ্রীরামপুর চকসুকদেব গ্রামের আবুল হোসনের পুত্র মিঠু এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। শ্রীরামপুর বাজারে তাঁর একটি দোকান আছে। সেই দোকানে বসে মাদক প্রকাশ্যে বেচাকেনা করে। দু আড়াই মাস আগে থানা পুলিশ দোকানে মিঠুকে ধরতে যায়। এ সময় মিঠু তরবারী উঁচিয়ে পুলিশের সামনে থেকে পালাতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। মিঠু হাইকোর্ট থেকে জামিনে এসে গত বছরের ১৭ নভেম্বর দুপুরের পর বাজারে এশরাক মেম্বারের দোকান শাবল দিয়ে ভাংচুর করতে থাকে। মিঠুর অভিযোগ এশরাক মেম্বার তাঁর পিছনে পুশিকে লেলিয়ে দিয়েছে। দোকান ভাংচুরের খবর পেয়ে মেম্বারসহ স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে হাতে নাতে মিঠুকে আটক করে গনধোলাই দেয়। মারপিটে মিঠুর পা ভেঙ্গে যায়। মিঠু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মিঠুর স্ত্রী বাদী হয়ে ৮ ডিসেম্বর মেম্বার এশরাকসহ কয়েক জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ সোমবার সন্ধ্যা রাতে শ্ররামপুর গ্রাম থেকে এশরাক মেম্বারকে গ্রেপ্তার করে মঙলবার জেল হাজতে প্রেরণ করে।
এ ঘটনয় বদলগাছী থানার এস আই আতোয়ার ও থানার অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান জানায় মিঠুকে মারপিটের মামলায় মেম্বারকে আটক করা হয়েছে। মিঠু রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। শুনেছি মিঠু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।