বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে কোলা ইউনিয়নে  বিএনপির আয়োজনে কোলা বাজার  চত্বর এ সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হারুন রশিদ  সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট।
বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, সাবেক ছাত্রনেতা চয়েন উদ্দিন করিম,শফিকুল ইসলাম, বিলাশবাড়ী ইউপি সদস্য রেজা হাসান রতন, কোলা বিএনপি নেতা নাসির উদ্দিন,  আসলাম হোসেন,আল মামুন ফরিদ, কোলা বিএনপি নেতা  মঞ্জুরুল হক পিন্টু ,বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য আসাদুজ্জামান ভুট্টু, সদস্য আরাফাত হোসেন রাব্বি, বদলগাছী সরকারি কলেজের সদস্য সচিব  আহসানুল হক মোস্তাকিম, কোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
এ ছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বদলগাছী উপজেলার বিএনপি’র ও কোলা ইউনিয়ন বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.