বদলগাছী পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

আবু সাইদ-নওগাঁ, বদলগাছী ঃ নওগাঁর বদলগাছী সদরে অবস্থিত সরকারী মডেল পাইলট হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

জানা যায়, চলতি এসএসসি/২০২৪ ব্যাচে বদলগাছী সরকারী মডেল হাইস্কুল থেকে ১৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। তাদের মধ্যে ৭১ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কোটা ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ফারহান শাহরিয়ার শাহী, মোহাম্মদ সামি, রাতিয়া আমিন রুবা, সুদীপ্ত রঞ্জন সৌভিক, আদিবা, তাহিয়া তাবাচ্ছুম ও মানবিক বিভাগ থেকে মশিউর রহমান সহ মোট ৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন বলেন, স্কুল প্রতিষ্টাকাল থেকে চলতি বছর এসএসসি শিক্ষার্থীরা সর্বোচ্চ সাফল্য বয়ে এনেছে। এমন সাফল্যর জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্নিত প্রচেষ্টার ফলাফল বলে জানান। আগামীতে এই সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.