সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি তৃবার্ষিক সম্মেলন ২৫ এবং বরগুনা জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান আজ ২৮শে ফেব্রয়ারী শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: শাহজাহান মিয়া। বক্তব্য রাখেন, বরগুনা-৩ আসনের সাবেক এমপি এডভোকেট আবদুল মজিদ মল্লিক,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সুলতান আহমদ,সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান খোকন,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক লায়ন ফারুক রহমান,সহ-সভাপতি ফারুক আলম, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম, অবসরপ্রাপ্ত জেলা জজ ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো: আলতাফ হোসাইন,অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো : মাহবুবুর রহমান, মো: সেলিম মিয়া, এড. আবদুল করিম,জসীমউদ্দিন, মো: আবদুর রহমান, আয়েশা সিদ্দিকী নার্গিস, একেএম জাহিদুর রহমান,হুমায়ূন কবির আকন প্রমুখ।