বাংলাদেশ-ভারত সীমান্তে অপারেশনের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী্র তৎপরতা প্রতিহত করে আসছে

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি : বান্দরবানের রুমায় সীমান্ত এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তে অপারেশনের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী্র তৎপরতা প্রতিহত করে আসছে।

প্রধান অতিথির বক্তৃতায় রুমা ব্যাটালিয়ান (৯বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এ কথা বলেন।

বিজিবি’র ব্যবস্থাপনায় মঙ্গলবার (৯ এপ্রিল ২০২৪ ) বিকালে সদরঘাট এলাকায় রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে ১০০জন দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে এক সভা অনুষ্ঠিত হয়।

অধিনায়ক বলেন বিভিন্ন সময়ে স্থানীয় দু:স্থ লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান, নগদ অর্থ , বস্ত্র বিতরণ এবং শীতকালীন কম্বল বিতরণও করে আসছে। ভবিষ্যতেও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর সকল মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ বৃক্ত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।

রুমার সদরঘাট এলাকায় ইফতার বিস্তরণ অনুষ্ঠানে মেজর ওয়াজেদুল মাহামুদ আসিফ ও সহকারী পরিচালক, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য বিজিবি পদবী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published.