বাংলাদেশ স্থল বন্দর চেয়ারম্যানের বেনাপোল পৌরসভা ও উন্নয়ন কাজের জায়গা পরিদর্শন

আনিসুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও স্থল বন্দর এর চেয়ারম্যান  জিল্লুর রহমান বেনাপোল পৌর সভা ও পৌরসভার উন্নয়নমুলক কাজ এর জায়গা পরিদর্শন করেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় তিনি স্থল বন্দর বেনাপোল সহ পৌরসভার উন্নয়ন বন্দর স্কুল  কলেজ ও হাসাপাতাল  নির্মান এর জায়গা পরিদর্শন করেন।

এরপর স্থল বন্দর চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান বেনাপোল পৌরসভায় গেলে পৌর মেয়র নাসির উদ্দিন তাকে উত্তরীয় পরিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানান।

বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন চেয়ারম্যান জিল্লুর রহমানকে স্কুল কলেজ ও হাসপাতাল নির্মানের জায়গা পরিদর্শনে নিয়ে গেলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মেয়র  নাসির উদ্দিন বলেন, দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। এই বন্দর থেকে সরকার পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে প্রতি বছর ১০-১৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। এই শহরে চাকুরির সুবাদে দেশের বিভিন্ন জেলা থেকে আসা লোকজন বসবাস করে। তার জন্য প্রয়োজন এখানে ভাল মানের স্কুল কলেজ ও হাসপাতাল নির্মানের। এ বিষয় বেনাপোল পৌরসভা কাজ করে যাচ্ছে। খুব দ্রুত এসকল কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.