বাউফলে উন্নয়নমূলক কাজে ষড়যন্ত্রের শিকার  আ’ লীগ নেতা।

মোঃ নজরুল ইসলাম খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সদর ইউনিয়ন জৌতা গ্রামে আলেয়া রহমান প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জৌতা বালিকা দাখিল মাদ্রাসার কানেক্টিং রোড নির্মানে বিশেষ একটি মহলের রোষানলে পড়েন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান লিটন মোল্লা,বিশেষ সুত্রে জানা যায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের  যাতায়াতের একমাত্র রাস্তাটির খুবই বেহাল দশা, রাস্তাটি এতই সরু যে রিক্সা ও ভ্যান চলাচল করতে পারেনা,শিক্ষার্থীদের যাতায়াত  সুবিধার জন্য  ২০২২- ২০২৩ অর্থবছরের সরকারের বিশেষ বরাদ্দের প্রায় ১৪ মেট্রিকটন চালের বিনিময়ে এক কিলোমিটার রাস্তা চওড়া করে মাটি ফেলার কাজের সিপিসি হন আ’ লীগ নেতা কামরুজ্জামান লিটন মোল্লা, তিনি কাজটি শুরু করলে সরু রাস্তায় যানচলাচলের উপোযোগী করতে স্থানীয় জমির মালিক আব্দুর রব চৌকিদার, সৈয়দ মিলটন, ফিরোজ হাওলাদার, মিরাজ চৌকিদার,মশিউর চৌকিদার গংরা নিজেদের উদ্যোগে তাদের রেকর্ডীয় জমির সামনের খেজুর গাছ ও চারা তালগাছ কেটে ফেলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা করে দেন,এতেই একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিভিন্ন ভাবে প্রচার করতে থাকে আ’ লীগ নেতা লিটন মোল্লা গাছ কেটে ফেলেছে,লিটন মোল্লা বলেন শিক্ষার্থীদের যাতায়াতের দুরবস্থা দেখে রাস্তাটি নির্মাণের জন্য চেষ্টা করি, সরকারি বরাদ্দের বাহিরেও নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে রাস্তাটি নির্মাণ করি জনগণের সুবিধার জন্য,সেখানে আমার সম্মান হানীর জন্য  কিছু লোক পায়তারা চালাচ্ছে,স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বাধাগ্রস্ত করতে কিছু অসাধু চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে।

Leave a Reply

Your email address will not be published.