বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

মোহাম্মদ আককাস আলী : বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা। তারা দেখিয়ে দিলো বাংলাদেশকে। তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করা উচিত দেশের  রাজনীতিবিদসহ প্রশাসনসকে। প্রতিদিন শিক্ষার্থীরা হাট/বাজারের টোল আদায় এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং করেছেন। এসব বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কলেজ ও হাই স্কুলের  শিক্ষার্থীরা। এসময় চাল, ডাল, পেয়াজ, তেল, গরু-খাসি, মুরগীর গোস্তসহ বিভিন্ন নিত্যপন্যের দাম নিয়ন্ত্রনে রাখতে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া পন্যের মূল্য তালিকা প্রদর্শণ করতে এবং তালিকা অনুযায়ী ক্রেতাদের পন্য কিনতে অনুরোধ জানান। যদি কোন ব্যবসায়ী কিংবা হাট/বাজার ইজারাদার নির্ধারিত মূল্য তালিকার বাহিরে অতিরিক্ত অর্থ নেয় তাহলে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ঠদের জানানোর জন্য অনুরোধ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published.