বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্ষুদ্রব্যবসায়ী প্রশিক্ষণ এবং চেক প্রদান

তমালিকা মল্লিক প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয়অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল  ানুষের জীবিকায়ন সংকট দিন দিনবেড়েই চলেছেউপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল নারীদের বিকল্পকর্মসংস্থান উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অবলিভারেল আর্টস বাংলাদেশ (ULAB)- এর যৌথ উদ্যোগে সুন্দরবনেরউপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানেরলক্ষ্যে দশজন উপকার ভোগীর মাঝে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ীপ্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ কর্মসূচি করা হয়েছে। 

লিডার্সের প্রধান কার্যালয় অনুষ্ঠিতকর্মশালায় সভাপতিত্ব করেনলিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডলঅনুষ্ঠানেআরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার জনাববি এমজাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শওকত হোসেন, হেড অবঅ্যাকাউন্ট্যান্ট রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌর পদ বিশ্বাসএবং টিম লিডার জনাব রেখা খাতুন।এছাড়াও লিডারসের অন্যান্যকর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মশালা এবং চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিতছিলেন। 

লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল নারীরা জীবিকায়ন সংকট দূরীকরণ এরপাশাপাশি পারিবারিক সচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারেতিনিভবিষ্যতে সুন্দরবনের উপর নির্ভরশীল অন্যান্য নারীদের মাঝেও যেনএকটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করতে পারে সেজন্য উপকার ভোগীদেরপরিকল্পনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। 

লিডার্সের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের নারীর ক্ষমতায়ণ বৃদ্ধিতেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জন উপকার ভোগীর মাঝে ২০ হাজারটাকার চেক বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published.