বিরামপুরে দিওড় ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। ২২ শত পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।

উক্ত বিষয়ে সরজমিনে আজ (১২ ডিসে:-২০২৩) মঙ্গলবার বেলা ১১-৩০ ঘটিকার সময় উক্ত টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে ডাল,তেল ও চাল বিক্রি করবে টিসিবি। চাল,ডাল,তেল,বাজার নিয়ন্ত্রণ রাখতে সরকার টিসিবির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোগ্যপণ্য পৌঁছে দিতে শুরু করায় মানুষের ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতা নাগালের বাইরে যায়নি। শহরের পাশাপাশি গ্রামগঞ্জের হাট বাজারে টিসিবির পণ্য বিক্রয় করা হলে উপকার ভোগীর সংখ্যা বাড়ত। টিসিবির ভোগ্যপণ্য সুষ্ঠুভাবে বিক্রয় করা হোক এটাই প্রত্যাশা দেশের মানুষের। এরই ধারাবাহিকতায় দিওড় ইউনিয়ন পরিষদে পূর্বের নিয়মেই আজকেও টিসিবির পণ্য বিক্রয় করা হয়ে থাকে। এসময় আরও উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার ট্যাগ অফিসার রকিবুল ইসলাম ওয়ার্ড আজগার হোসেন(১),আমিনুল ইসলাম,আকরাম হোসেন,ইউনিয়ন সচিব মাসুদুর রহমান সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিগন সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

এসময় টিসিবির পণ্য সামগ্রী ৪৭০ টাকা মুল্যে প্যাকেজ মূল্যে সয়াবিন তেল ২কেজি,মশুর ডাল ২কেজি ও চাল ৫ কেজি প্রদান করা হয়েছে। এবিষয়ে টিসিবি পণ্য গ্রহনকারী জনগন জানান,বর্তমান বাজারে পণ্যের দাম অনেক বেশি,এরই মধ্যে সরকারের এমন ব্যবস্থা সন্তোষজনক হয়েছে। এই রকম প্রক্রিয়া অব্যাহত থাকায় আমাদের অনেক উপকার হচ্ছে।এসময় দিওড় ইউনিয়ন চেয়ারম্যান
আব্দুল মালেক মন্ডল জানান,বর্তমান বাজারে পণ্যের দাম খুবই চড়া এই অবস্থায় সরকার গরীব অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করায় জনসাধারণ অনেক স্বস্তি পেয়েছে।

এমন উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানান। আমি আশা করি তিনি অসহায় গরিব নিম্ন আয়ের মানুষের জন্য টিসিপির পণ্য বিতরণ অব্যাহত রাখবেন। এই প্রক্রিয়া সরকার অব্যাহত রাখলে নিম্ন আয়ের মানুষদের অনেক উপকার হবে পাশাপাশি তারা একটু হলেও স্বস্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published.