বিরামপুরে বন বিভাগের রাস্তার গাছ কর্তন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে বন বিভাগ আওতায়ধীন রাস্তার ধারে গাছ কর্তনের অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে ঘটনা সরজমিনে গিয়ে জানা যায়,আজ (২১ নভেম্বর: -২৩) মঙ্গলবার দিনাজপুর বিরামপুর দাস আড়া নামক মহল্লায় গিয়ে দেখা যায়,রাস্তার গাছ গুলো কেটে ফেলা হয়েছে। উক্ত গাছ গুলো ফরেস্ট অফিস থেকে লাগানো ছিল বলে জানান, উপজেলা ফরেস্ট মাঠকর্মী আয়েন উদ্দিন। উক্ত কেটে ফেলা গাছ গুলো অনেক খোজাখুজির পর মির্জাপুর মন্ডবের ঈদ গাহের পূর্ব কোনায় পাওয়া যায়। এবিষয়ে দাস আড়া গ্রামে জনসাধারণের নিকট জানতে চাইলে তারা জানান, এই গ্রামের পূর্ব ও পশ্চিম দুই পার্শ্বের রাস্তার গাছ গুলো গ্রামের পক্ষ থেকে লাগানো হয়েছে। উক্ত গাছ গুলো আইন অমান্য করে গ্রামের স্হায়ী বাসিন্দা মৃত পোয়ার মিয়ার ছেলে জৈনক হাফিজুল ইসলাম গাছ গুলো ক্রয় করেন। আর সাইফুল ইসলাম গাছগুলো বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে জানান স্হানীয়রা। এবিষয়ে সাইফুল ইসলাম মুঠোফোনে অস্বীকার করে বলেন উক্ত গাছগুলো গ্রামের মসজিদ কমিটি করেছে। এবিষয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলমের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, এবিষয়ে আমাকে কিছু জানানো হয় নাই। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানান।

এ বিষয়ে স্থানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা জানান, উক্ত গাছগুলি ফরেস্ট অফিস থেকে হয়েছিল তবে গ্রামের কিছু লোক তার ভিতরে গাছ রোপন করে থাকেন। তবে অফিসের অনুমোদন নিয়ে গাছগুলি কাটা উচিত ছিল বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.