বিরামপুর নতুন বাজারে আলুর কেজি ৩৬ টাকা

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: বাজার মনিটরিং এর এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের বিরামপুর উপজেলা নতুন বাজারে আলুর দাম কমেছে কেজিতে ৯ টাকা। প্রকার ভেদে ৪৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতা-বিক্রেতার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরামপুর নতুম বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে আলু বিক্রি হয়েছিলো ৪৫ টাকা কেজি দরে। অস্বাভাবিকভাবে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় বাজার মনিটরিং এ নামে উপজেলা নির্বাহী অফিসার। যার ফলে কমে গেছে আলুর দাম। বর্তমান সরকারের বেঁধে দেওয়া মূল্যে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। কম দামে কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।

আলু কিনতে আসা শিমুলতলী গ্রামের মাহবুবুর রহমান বলেন, আলু এমন একটি সবজি যা প্রতিটি তরকারির সাথে প্রয়োজন হয়। আর আলুর দাম এবার অনেক বেশি। গত এক সপ্তাহ আগে ৪৫ টাকা কেজি আলু কিনেছিলাম। আজ ৩৬ টাকা কেজি কিনলাম। সরকার বাজার মনিটরিং করার জন্য আজ আলুর দাম কমে গেছে।

আলু ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, বর্তমান আমরা আলু ৩৬ টাকা কেজি বিক্রি করছি। বিরামপুরে তেমন বেশি দামে আলু বিক্রি করিনি। আমরা স্বাভাবিক দামেই বিক্রি করছি।

Leave a Reply

Your email address will not be published.