মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে ১৯, ২০,০০০ টাকার ৯৬ কেজি গাজা সহ সবুজ (২৯) নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে। বুধবার ভোর ৫.৫০ ঘটিকার সময় যশোর র্যাব সদস্যরা ভারত থেকে পাচার হয়ে আসা গাঁজার এ চালানটি আটক করে।
আটককৃত সবুজ বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মালায়েশিয়া প্রবাসী মিনাজুল ইসলাম এর ছেলে।
যশোর র্যাব -৬ এর স্কোয়ান লিডার, কোম্পানি অধিনায়ক মো: রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে মানকিয়া গ্রামের মালায়েশিয়া প্রবাসী মিনাজুল এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় । এ সময় তার ছেলে সবুজ বাড়ি থেকে কৌশলে বের হয়ে যেতে গেলে তাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ির রান্না ঘরের মধ্যে লুকানো থাকা ড্রাম থেকে গাজার এ বৃহৎ চালানটি উদ্ধার করা হয়। আসামিকে বেনাপোল পোর্ট থানায় গাজা সহ হস্তান্তর করে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। এছাড়া তিনি আরো জানান, ভারত থেকে কম মুল্যে গাঁজা ক্রয় করে দেশের মধ্যে অধিক মুল্যে গাজা বিক্রি করে এই সবুজ।
বেনাপোল পোর্ট থানার ওসি রালেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।