মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে বর্ডারগার্ড বাংলাদেশ ও র্যাপিট এক্যাকশান ব্যাপালিয়নের যৌথ অভিযানে ৬২ কেজি গাজা সহ ৩ জন মাদক কারবারিকে আটক হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় বাহাদুরপুর গ্রামে সাগর নামে একজনের বাড়ি তল্লাশি করে গাঁজার এ চালানটি উদ্ধার করে।
আটককৃতরা হলো: বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের রহিম এর ছেলে জসিম উদ্দিন (৩৮) একই গ্রামের জাকির হোসেন এর ছেলে সাগর হোসেন (৩৫) ও শার্শা থানার দুর্গাপুর গ্রামের মমিন এর ছেলে ইমরান (২৯)।
যশোর র্যাব -৬ এর কোম্পানি কমান্ডার ফাইট লে: মো: রাছেল বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর সীমান্তের মেইন পিলার ২৬/৪ এস হতে ১২শত গজ দুরে সাগর এর বাড়ি তল্লাশি করা হয়। তল্লাশি কালে ৬২ কেজি গাজা ও এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।