বেনাপোল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী- ৪ কাউন্সিলর প্রার্থী-৪৬ এবং সংরক্ষিত নারী আসনে ১৭জন মনোনায়ন জমা দিয়েছেন

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আজ ছিল প্রার্থিদের মনোনায়ন পত্র জমা দানের শেষ তারিখ। দীর্ঘ ১২ বছর পর এই নির্বাচনে এবার ৪ জন মেয়র পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন শার্শা নির্বাচন কমিশন কার্যালয়ে। এর মধ্যে দলীয় প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের নাসির উদ্দিন সতন্ত্র প্রার্থী হিসাবে জমা দিয়েছেন সাবেক বেনাপোল ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, সাবেক বেনাপোল সিএন্ডএফ এজেন্ড এ্যাসোসিয়েশন এর সভাপতি মফিজুর রহমান স্বজন ও বীর মুক্তি যোদ্ধা এবং সাবেক বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন এর ছেলে বালাদেশ আওয়ামীলীগ সমর্থিত ফারুক হোসেন উজ্জল।

মনোনায়ন প্রার্থীরা হলেনঃ মেয়র পদে ১. নাসির উদ্দিন ২. মাসুদুর রহমান মিলন. ৩ মফিজুর রহমান সজন. ৪. ফারুক হোসেন উজ্জল।

কাউন্সিলর পদপ্রার্থীরা হলেনঃ ১ নং সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ১. নাজমুন নাহার কাঞ্চন,২.তাসলিমা খাতুন, ৩. ওজুফা খাতুন.৪. মোছাঃ পারুল বেগম, ৫, রহিমা খাতুন। ২ নং সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ৬, মোছা সুমি খাতুন, ৭. মোছা মর্জিনা খাতুন,৮, কোহিনুর খাতুন,৯, রোজিনা খাতুন.১০, তাছিলিমা খাতুন, ১১, ফারহানা খাতুন, ১১. মোছা ফরিদা খাতুন,১২ রহিমা খাতুন. ১৩ . সালমা খাতুন ১৪, ৩ নং সংরক্ষিত কাউন্সিলর পদপ্রাথী ১৫, মোছা রিজিয়া খাতুন, ১৬, মোছা ঃ সেলিনা খাতুন, ১৭. মোছাঃ কামরুন নাহার আন্না ১ নং সাধারন আসনে ১৮,আব্দুস সবুর, ১৯. সুলতান আহমেদ বাবু, ২০ আঃ মান্নান।২নং সাধারন আসনে ২১, জাহিদুল ইসলাম, ২২. শরীফুল ইসলাম,২৩. জয়নাল ইসলাম ২৪. হাফিজুর রহমান।৩ সাধারন আসনে ২৫. মোঃ মিজানুর রহমান, ২৬  শাহরিয়ার নিয়াজ  ২৭ সুমন হোসাইন ২৮, মোজাফর হোসেন। ৪ নং সাধারন আসনে ২৯. কাজী শাহীনুল ইসলাম, ৩০ মোঃ হোসেন আলী ৩১. জিল্লুর রহমান ৩২. শাহ আলম ৩৩. নাসির উদ্দিন বাবু  ৩৪, সেন্টু মিয়া। ৫ নং সাধারন আসনে ৩৫ মোঃ রাশেদ আলী ৩৬. হাফিজুর রহমান, ৩৭ আজিম উদ্দিন গাজী ৩৮,আব্দুল হক ৩৯. কামরুজ্জামান ৪০, আব্দুস সালাম । ৬ নং সাধারন আসনে ৪১, মোঃ মুসলিম উদ্দিন পাপ্পু ৪২ , আইয়ুব হোসেন ৪৩, আসাদুজ্জামান ৪৪. মোস্তাফিজুর রহমান ৪৫, এনামুল হক ৪৬.মোহাম্মাদ আলী। ৭ নং সাধারন আসনে ৪৭, শেখ মফিজুর রহমান ৪৮. টুটুল হোসেন. ৪৯, জাহাঙীর হোসেন ৫০, ফরহাদ হোসেন ৫১মাসুদুর রহমান সুমন ৫২, মজনুর রহমান ৮ নং সাধারন ৫৩, আসনে জুয়েল রানা ৫৪, হাবিবুর রহমান ৫৫, মেহের উল্লাহ ৫৬, পারুল বেগম ৫৭, কামাল হোসাইন । ৯ নং সাধারন আসনে  ৫৮, রিওন কবির ৫৯, মিলন হোসেন ৬০, জসীম উদ্দিন, ৬১, কামাল হোসেন ৬২, মিজানুর রহমান ৬৩,বিপ্লব হোসেন।

শার্শা নির্বাচন কমিশনার সৌমেন সেন বলেন, বেনাপোল পৌর সভা  নির্বাচন উপলক্ষে আজ ছিল মনোনায়নপত্র জমা দানের শেষ দিন। আজ বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে ৪ জন  ৯ টি ওয়ার্ডে  ৪৬ জন কাউন্সিলর  প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে ১৭ জন সহ ৬৩ জন  মনোনায়ন পত্র জমা দিয়েছেন। তবে এসব প্রার্থীদের প্রার্থীতা আগামিকাল যশোর জেলা নির্বাচন কমিশন  কার্যালয়ে যাচাই বাছাইয়ের পর ঘোষনা করা হবে। তিনি বলেন গত ৩১ মে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেনাপোল পৌরসভার নির্বাচন তফসিল ঘোষনা করা হয়। সে মোতাবেক আজ ১৮ জুন ছিল মনোনায়ন পত্র দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই বাছাই এবং ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এবং ১৭ জুলাই নির্বাচন ।

বেনাপোল পৌর এলাকার মোফাজ্জেল হোসেন বলেন, নৌকার দলীয়  মনোনায়ন প্রাথী নাসির উদ্দিন তবে আওয়ামীলীগে সমর্থিত ফারুক হোসেন উজ্জল নৌকার দলীয় মনোনায়ন চেয়েছিলেন। তিনি দলীয় মনোনায়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন। অপরদিকে মফিজুর রহমান সজন ও সাবেক বেনাপোল ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন ও বিএনপি দলীয় সমর্থিত। বিএনপি নির্বাচন না করায় তারা দুই জনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.