আনিসুর রহমান বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার(২৮ ফেব্রুয়ারী) বেনাপোল পৌর শহর কেন্দ্রে অবস্থিত স্থলবন্দর আবাসিক এলাকা ফুটবল মাঠ প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপরে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান(অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপরে পরিচালক(ট্রাফিক) ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মো: শামীম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন বন্দরের ডেপুটি ডাইরেক্টর মো.রাশেদুল সজীব,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো.মফিজুর রহমান সজন,বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী সহ স্থলবন্দরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
বেলুণ উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধণ ঘোষণা করেন প্রধান অতিথি চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশ নেন হলুদ জার্সী পরিহিত বেনাপোল স্থলবন্দরের প্রশাসন শাখা এবং সাদা জার্সী পরিহীত ট্রাফিক শাখা। খেলার প্রথমার্ধে ০১ গোল দিয়ে চ্যাম্পিয়ন ট্রপি জিতে নেয় ট্রাফিক শাখা,রানার আপ হয় প্রশাসন শাখা।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যৌথভাবে প্রধান অতিথি মোহাম্মদ মানজারুল মান্নান এবং অনুষ্ঠানের সভাপতি মো: শামীম হোসেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) মো: মামুন কবীর তরফদার।
অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রায় পিসি হেলালউজ্জামান এর নেতৃত্বে আনসার সদস্য এবং সিইও আল আমিন এর নেতৃত্বে পিমা সদস্যরা দায়িত্ব পালণ করেন।