বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামী নাদিম গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আত্মগোপনে থাকা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে র‍্যাব-১ এর একটি দল ঢাকার উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তোতার ছেলে। আনোয়ারুজ্জামান তালুকদার আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
আনোয়ারুজ্জামান তালুকদারের অন্তত ৬টি মামলা থাকার কথা জানিয়েছে ডিবি পুলিশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আনোয়ারুজ্জামান তালুকদার আত্মগোপনে ছিলেন।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আনোয়ারুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। র‍্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার রাতে তাকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমরা তাকে নিতে ঢাকায় এসেছি।

Leave a Reply

Your email address will not be published.