বোয়ালমারী টানা চতুর্থ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন মুশা মিয়া

এস এম রুবেল, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ বোয়ালমারী উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া। এনিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
গত বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম নিয়ে এম এম মোশাররফ হোসেন ৪৩ হাজার ২৩৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটুু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শাফিউল্লাহ সাফী চশমা প্রতীক নিয়ে ৩৮ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক প্রার্থী রাহাদুল আকতার তপন ৩৬ হাজার ১৩৩ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীক প্রার্থী শাহানাজ বেগম ২৪ হাজার ১৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  সিলিং ফ্যান প্রতীক প্রার্থী মনিকা রাজবংশী  ২৩ হাজার ১৪৪ এবং প্রজাপতি প্রতীক এর প্রার্থী পারভীন রহমান ১৯ হাজার ২৩২ ভোট পেয়ে পরাজয় বরন করেন।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান,এই উপজেলায় ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ১৮৮ জন থাকলেও এবার ৯৭ হাজার ৯০৫ ভোটার ভোট প্রয়োগ করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে শাফিউল্লাহ সাফী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: শাহানাজ বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.