ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের রুমায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩” আলোচনা সভা ও শোভাযাত্রা

শৈহ্লাচিং মারমা, বান্দরবান প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৯ডিসেম্বর) সকাল নয়টায় রুমা সদর ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত আলচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক।

তিনি বলেন দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি বিরোধী কাজ করতে গেলে, আগে দুর্নীতি কী, তা জানতে হবে। কোনো সরকারি বেসরকারি দপ্তরে বিশেষ সুবিধা নিয়ে কাজটি সম্পাদন করে দেয়া, সেটিও এক ধরণের দুর্নীতি।
দুর্নীতি মুক্ত করতে গেলে, সে যে অবস্থানে থাকুক না কেন তাকে আগেই নিজেকে এবং নিজের পরিবারকে দুর্নীতি মুক্ত থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা সাঙ্গু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, সহকারী কমিশনার (ভূমি), রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিলন, জগলুল মাদারাসার অধ্যক্ষ মওলানা হোজাইফা।

রুমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তার কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমা।
এর আগে সকালে রুমা বাজারে মানববন্ধন আয়োজন করে।

উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত এই মানববন্ধনে নারী পুরুষ বিভিন্ন পেশাজীবি শ্রেনি মানুষেরা স্বত;স্ফূর্ত অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.