ভাঙ্গুড়ায় বড়াল নদী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিরাজুল ইসলাম আপন, ক্রাইম রিপোর্টার (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ মে) ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া মহল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে ফেলা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন। উচ্ছেদকৃত ভবনটির মালিক ইউনিয়ন সচিব মোঃ মোতাহার হোসেন। তিনি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া মহল্লায় বাসিন্দা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, মোতাহার হোসেন বড়াল নদী দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। জরিপ করে দেখা যায় জায়গাটি বড়াল নদীর। তাই ভবন নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা শোনেননি পরে তিনি আবার কাজ শুরু করেন। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর নজরে এলে উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published.