মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF) এর “ট্যালেন্ট বৃত্তি” পরিক্ষা অনুষ্ঠিত

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF) এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো, “ট্যালেন্ট বৃত্তি পরিক্ষা ” যেখানে ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রায় ১০০ জন কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উক্ত পরিক্ষার প্রধান নিয়ন্ত্রক ছিলেন মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জনাব – “মোবারক আলী ” ও পরিক্ষক হিসেবে ছিলেন , জনাব মো ঃ সাইদুল ইসলাম, সিনিয়র শিক্ষক ( গণিত)ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয়, জনাব – মোঃ আব্দুল মোতালেব, সিনিয়র শিক্ষক, (বাংলা)পন্থিছিলা উচ্চ বিদ্যালয়। এবং লক্ষণ চন্দ্র দে, সহকারী শিক্ষক, (দক্ষিন রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়)
উক্ত কর্মসূচিতে প্রধান অথিতী হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ তাফসির উদ্দীন ভুঁইয়া ( জয়েন্ট কমিশনার অব কাস্টমস, চট্টগ্রাম কাস্টমস হাউজ)
অথিতী হিসেবে আরো উপস্থিত ছিলেন MFJF এর উপদেষ্টা জনাব, মহিন উদ্দীন, জনাব নুরুদ্দীন লিটন, জনাব, মামুনুর রশীদ জনাব – জাহেদুল ইসলাম এবং MFJF এর সকল কমিটি সদস্য বৃন্দ।
উক্ত পরিক্ষায় ২০ জন শিক্ষার্থী বৃত্তি পায়।
এবং তাদের আকর্ষণীয় উপহার সামগ্রী এবং সনদ প্রদান করা হয়।

উক্ত পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো
১- লামিয়া আক্তার ( আর আর টেক্সটাইল প্রাইমারি স্কুল)
২- অনিরুদ্ধ দেব ( ডি. ডি. টি প্রাইমারি স্কুল)
৩- অনুসম্বা তালুকদার ( আর, আর, টেক্সটাইল প্রাইমারি স্কুল))
৪-আফলাহ নাওয়াল ( মাহমুদা বাদ প্রাইমারি স্কুল)
৫-সায়ন্তি দাস (( ডি. ডি. টি প্রাইমারি স্কুল)
৬- মো ; তৌহিদ হাসান ( বাশবাড়িয়া প্রাইমারি স্কুল))
৭- আল মুকিত ( শেখ পাড়া প্রাইমারি স্কুল))
৮- পার্থ মালাকর ( সীতাকুণ্ড দত্তবাড়ি প্রাইমারি স্কুল)
৯-সাদিয়া সুলতানা আনিশা (ক্যাপ্টেন শামসুল হুদা প্রাইমারি স্কুল)
১০- সুরাইয়া জান্নাত নাহিদা ( ডি,ডি,টি প্রাইমারি স্কুল)
১১-মুহাম্মদ বিন সাইফ ( আলম সফি প্রাইমারি স্কুল)
১২ – ঐন্দ্রিলা মজুমদার (দত্তবাড়ি প্রাইমারি স্কুল)
১৩ – আফরোজা বেগম ( পন্থিছিলা প্রাইমারি স্কুল)
১৪- মো ঃ আমের বিন সিদ্দিকী ( শেখ পাড়া প্রাইমারি স্কুল)
১৫ – রাইসা আরিয়া জাহান ( দত্ত বাড়ি প্রাইমারি স্কুল)
১৬- সামিউর রহমান ( দত্ত বাড়ি প্রাইমারি স্কুল)
১৭- নাহিদা নেওয়াজ ( মুরাদপুর প্রাইমারি স্কুল)
১৮- আফরিন সুলতানা ( সদেক মস্তান প্রাইমারি স্কুল)
১৯- অমিত বড়ুয়া ( দত্তবাড়ি প্রাইমারি স্কুল)
২০ – মোঃ রিজওয়ান শাওয়াল ( বাঁশবাড়িয়া প্রাইমারি স্কুল)।

Leave a Reply

Your email address will not be published.