মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর : নওগার মহাদেবপুরে পূর্ব শত্রুুতার যে ধরে এক গৃহস্থের বিভিন্ন স্থাপনা ভাঙচুর, টাকা-পয়সা স্বর্ণ অলংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই গৃহস্থ এস,এম মাহমুদুন নবী অভিযুক্ত মো.আহসান হাবিবসহ ১০/১৫ জনের নামে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৩। মামলা সূত্রে প্রকাশ, মহাদেবপুর উপজেলা সদরের জোয়ানপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মো.আহসান হাবীব(৫৮), তার স্ত্রী মুশফিকা বিনতে হাবিব (লিপি) (৫০),উভয়ে বসবাস করে নওগাঁ সদরে উকিলপাড়ায়, আ: লতিফ (৫৫), পিতা অজ্ঞাত, সান্তাহার (ডালপট্টি), আদমদিঘি, জোয়ানপুর গ্রামের মৃত রহমান বক্সের ছেলে আব্দুর রফিক (আপু), মৃত মজিবুর রহমানের ছেলে বাবু (আকালু), বাবুর স্ত্রী মাসুদা, মৃত ধনার ছেলে শরিফুল ইসলাম, আব্দুল হাইয়ের ছেলে মোতালেবসহ আরো অজ্ঞাত ১০/১৫জনের একটি সংঘবদ্ধ চক্র গত ১৮ই ফেব্রুয়ারি (আমি ও আমার স্ত্রী বাড়িতে না থাকায়) তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটিয়ে তার বাড়িতে প্রবেশ করে স্বর্ণ অলংকার সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মামলার বাদি এস,এম মাহমুদুন নবী জানান,থানাপুলিশের গড়িমশির কারণে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের এখনো গ্রেফতার করেননি। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান,মামলায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।