মহাদেবপুরে প্রাথমিক শিক্ষকদের উচ্চতর বেতন স্কেলের দাবিতে ইউএনও’র হাতে স্মারকলিপি হস্তান্তর

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উচ্চতর বেতন স্কেলের দাবিতে ইউএনও মো: আরিফুজ্জামানের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তারা প্রধান উপদেষ্টা বরাবর লিখিত এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেস করেন। ইউএনও মো. আরিফুজ্জামান শিক্ষকদের নায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে স্মারকলিপিটি আনষ্ঠানিকভাবে গ্রহণ করে তা অগ্রগামী করবেন বলে জানান।
এর আগে শিক্ষকদের একটির র‌্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স সড়ক প্রদক্ষিণ করে। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন যে, প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগের যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ। তাদের বেতন স্কেল ১৩তম গ্রেডে। কিন্তু একজন অষ্টম শ্রেণি পাশ ড্রাইভারের বেতন গ্রেড ১২তম। এছাড়া মাধ্যমিকে সহকারি শিক্ষক নিয়োগের যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম। নার্স পদে নিয়োগ যোগ্যতা এইচএসসি সমমান (নার্সিং ডিপ্লোমা), বেতন গ্রেড ১০ম। উপ-সহকারি কৃষি কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা এসএসসি, চার বছরের কৃষি ডিপ্লোমা, বেতন গ্রেড ১০ম। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে এইচএসসি, এখন স্নাতক, বেতন গ্রেড ১০ম। বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ৯ম ও ১০ম। বৈষম্য দূরীকরণে প্রাথমিকের সহকারি শিক্ষকরা ১৩তম গ্রেডের পরিবর্তে যৌতিক ১০ম গ্রেড দাবি করেন।
স্মারকলিপি পেশের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানী ইসরাইল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস, এম, দেলোয়ার হোসেন,ফারজানা জাহান,সাথী ঘোষ,মেহেনাজ পারভীন,জান্নাতুল ফেরদৌসী,মহুয়া খানম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.