মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও ২৫ মার্চ গণহতা দিবস ও পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো.আরিফুজ্জামান। সভায় মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস ও পবিত্র ঈদ-উল ফিতর উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী,কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, চেয়ারম্যান শাসসুল আলম বাচ্চু,সদর চেয়ারম্যানের পক্ষে ইউপি সদস্য মাসুদ রানা, চেরাগপুর   ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি সদস্য পাঞ্জু সরদার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: ইব্রাহিম খান, একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম,অধ্যক্ষ মোবারক আলী,প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন,ইমাম জিল্লুর রহমান, সাংবাদিক বরুন মজুমদার,, লিয়াকত আলী,মাহবুব আলম,সুহেল রানা,সাখাওয়াত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *