মহিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে মহিপুর থানা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন্দের সভাপতিত্বে, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল আলম, অধ্যক্ষ মনজুরুল আলম, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক ড. এ্যাড, শামীম আল সাইফুল সোহাগ,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, ফিরোজ সিকদার, থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন,কলাপাড়া উপজেলা যুবলীগ নেতা ভিপি জিয়াউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ খলিলুর রহমান, থানা যুবলীগের সদস্য মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, থানা ছাত্রলীগের সভাপতি শোয়াইব খান প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, শোককে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শক্তিতে রূপান্তর করতে হবে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে সাজা কার্যকর করতে হবে। এসময় তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.