মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি :“থাকবো ভালো, রাখবো ভালো দেশ” “বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মাগুরা এর নিজস্ব কনফারেন্স রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা।
মাগুরা (টিটিসি) এর ইন্সট্রাক্টর মোহাম্মদ রুবেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ আশাদুল ইসলাম, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়। প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, অধ্যক্ষ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ইন্সট্রাক্টর বৃন্দের মধ্যে মোঃ মামুন হোসেন, মোঃ শাহিন আলম, মোঃ নাজমুল হুদা সুইট, মোঃ শফিকুল ইসলাম, শিমুলী আকতার, মোঃ আক্তার হোসেন, মোঃ রিপন মোল্লা, মনিরা খাতুন, মোঃ ওমর আলী, সুব্রত বৈদ্য সহ বিদেশ গমনেচ্ছু ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published.