মাগুরায় ভুল সিজারিয়ান অপারেশন প্রসূতি নারীর মৃত্যু

মাগুরা  প্রতিনিধি অন্ধকার নজরুল ইসলাম মিলন : মাগুরায় ভাইনার মোডে অবস্থিত রোকেয়া প্রাইভেট হাসপাতালে ডাক্তার রাকিবুল ইসলামের চিকিৎসায় সামিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে । নিহত সামিয়া মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের মো: ভিকু মোল্লার মেয়ে।
 মো: ভিকু মোল্লা জানান, গত ৪ অক্টোবর সোমবার রাতে সিজারিয়ান অপারেশনের জন্য আমার মেয়ে মোছাঃ সামিয়া খাতুন ভর্তি হয় রোকেয়া প্রাইভেট হাসপাতালে। মঙ্গলবার   রোকেয়া প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার রাকিবুল ইসলামের মাধ্যমে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিয়ে সকালে সামিয়া খাতুনকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়।
সিজারিয়ান অপারেশনের পর সন্তান সুস্থ থাকলেও মায়ের প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে এক ব্যাগ রক্ত দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ। রোগীর অবস্থা আস্তে আস্তে অবনতি হলে মঙ্গলবার রাতে ডাক্তার রাকিবুল ইসলাম ও ডাক্তার অখিল রঞ্জন  মিলে পুনরায় অপারেশন করেন। একপর্যায়ে রোগীর খিচুনি শুরু হয়ে রক্তক্ষরণ হতে থাকে। এভাবে বুধবার দুপুর পর্যন্ত রক্তক্ষরণ  হওয়ায় রোগীর অবস্থা গুরুত্বর অবনতি হলে নিশ্চিত মৃত্যু জানতে পেরে তড়িঘড়ি করে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সামিয়া কে নিয়ে ফরিদপুর পর্যন্ত গেলে তার মৃত্যু হয়। নিহতের পিতা আরো বলেন, আমরা আমাদের পছন্দমত ডাক্তার দিয়ে অপারেশন করতে চাইলেও তা করতে দেওয়া হয়নি। তড়িঘড়ি করে আল্টা সাউন্ড এবং কোন রকম পরীক্ষা-নিরীক্ষা না করে অপারেশন করা হয়েছে। এক মাস আগের রিপোর্ট দেখে অপারেশন করা হয়েছে ।
এরপর  বিকালে রোগী স্বজনরা অ্যাম্বুলেন্সে করে রোকেয়া প্রাইভেট হাসপাতালের সামনে হট্টগল শুরু করলে ক্লিনিক কর্তৃপক্ষ ২ লাখ ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে পরিশোধ করে রোগীর স্বজনদের নিয়ে দফারফা করেন।
এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার রাকিবুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার শামীম কবির জানান, যাচাই-বাছাই করে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা এবং অপচিকিৎসা হইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.