মাগুরায় জোড়া খুনের প্রধান আসামী গ্রেফতার পুলিশের হাতে

খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা প্রতিনিধি : গত ৩০ ডিসেম্বর শনিবার রাত অনুমান ০৯.৩০ টার সময় মাগুরা মহাম্মদপুর থানার নহাটা ইউনিয়নের পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পনা মোতাবেক সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৭) উভয় পিতা মো: মন্জু মোল্লা সাং- পানিঘাটা মধ্যপাড়া, থানা- মহাম্মদপুর, জেলা- মাগুরাদ্বয়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। উক্ত হত্যার ঘটনায় এলাকার জনসাধারণ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ প্রদান করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ প্রেস ব্রিফিং এ জানান, প্রাথমিক তদন্তে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে আসামী মো: আশিকুর রহমান (১৭) পিতা- ফারুক শিকদার সাং- পানিঘাটা, থানা- মহাম্মদপুর, জেলা- মাগুরাসহ কয়েকজন ভিকটিম ১. সবুজ মোল্লা (৩০) ও ২. হৃদয় মোল্লা (১৭) দ্বয়কে ডাব খাওয়ার কথা বলে আসামী মো: আশিকুর রহমান শনিবার রাত্রে আনুমানিক ০৯ টার সময় ঢোকচান্দের মাঠে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক অন্যান্য সহযোগী আসামীরা তাদের অনুসরণ করতে থাকে। ভিকটিমদ্বয় তাদের কাংখিত স্থানে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীসহ তার অন্যান্য সহযোগী আসামীরা অতর্কিতভাবে ভিকটিমদ্বয়কে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। আটককৃত আসামী পুলিশের নিকট ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published.