মাগুরা পুরাতন বাজারে মুরগি ও গরুর মাংসের দাম চড়া, সবজিতে আছে কিছুটা স্বস্তি

খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস রেখে বেড়েই চলেছে গরু ও মুরগির মাংসের দাম। কিছুদিন আগে সবজির ভরা মৌসুমেও দাম ছিল চড়া। সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম।
এছাড়া বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও বিক্রি হচ্ছে চড়া দামে। রবিবার (২৪ মার্চ ) সকালে মাগুরা শহরে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
 বাজারে কেজিতে প্রায় ৫০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজির গরুর মাংস সরকার দাম করছেন ৬৬৪ টাকা পরে তা ব্যবসায়ীরা না মেনে প্রতি কেজির গরুর মাংস ৭০০ টাকায়
থেকে ৭৫০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
 এ বিষয়ে মাংস ব্যবসায়ীদের সাথে কথা বলেন, দৈনিক বাংলাদেশের আলো ‘রোজা ও কোরবানিকে
 সামনে রেখে খামারিরা গরু বিক্রি কমিয়েছে। সেজন্য বাজারে সরবরাহ কম, দাম বাড়ছে এবং
 আরো বলেন ব্যবসায়ীরা সরকার যে দাম দিয়েছেন সে দামে আমরা কিনতে পারছিনা তাই আমরা বিক্রি
 করতে পাছিনা।
গরুর মাংসের দাম বাড়ায় উষ্মা প্রকাশ করেছেন ক্রেতারা। সব মিলিয়ে মানুষ স্বস্তিতে নেই। মাগুরা পুরাতন কাঁচা বাজারে একজন ক্রেতা বলেন, ‘কোনো কিছুর দাম কমছে না। একবার বাড়লে সেটা আর কমে না। আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আর সেটা দেখার কেউ নেই।’
বাজারে চড়া দামে আটকে আছে ব্রয়লার ও ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি হালি বাদামি ডিম ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। আর পাড়া মহল্লার দোকানে প্রতি হালি ডিমের দাম ৪৮ থেকে ৫০ টাকা, ডজন ১৫০ টাকা। এ ছাড়া ব্রয়লার মুরগির কেজি ২১০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
 এদিকে স্বস্তি ফিরিয়ে এসেছেন পেঁয়াজের দাম এখন কমতি । প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫
 টাকায়। রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ আদা ২২০ থেকে ২৪০ টাকা দরে।
 বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি, উস্তা ৪০ থেকে ৫০ টাকা কেজি, পটল ৪০ থেকে
 ৫০ টাকা কেজি, পাকা টমেটো প্রকারভেদে ২০ থেকে ৩০ টাকা, কাঁচা টমেটো ২০
 টাকা, খিরাই ৪৫ থেকে ৫০ টাকা এবং গাজর ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে
 আলু কেজিতে ১০ টাকা বেরেগিয়েছেন ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যদি এসব বাজারে বগুড়ার লাল আলু বিক্রি
 হচ্ছে ৪৫ টাকা কেজি দরে।এছাড়া বাজার ঘুরে দেকা যায়, করলা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা,
 বরবটি ৮০ টাকায়, শসা ৬০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে প্রতি
 কেজি ৪০ টাকা, এবং সাজনা ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ৪০ থেকে ৫০ টাকা, ধনে পাতা কেজি ৮০, কলা হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.