মাগুরা সদরে গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ

খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের শোয়েনা খাতুন (৩৫) নামে এক গৃহ বধুকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারাত্মক ভাবে আঘাত ও লাঠি দ্বারা আক্রমণ করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা। গত শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময়ে এ ঘটনা ঘটে। গৃহবধু জানান, প্রতিপক্ষ প্রভাবশালী মোশারফ মোল্যা পিতা- হবিবার মোল্যা, রিয়াজুল পিতা- রহমত মোল্যা, লালু মাতা- ছকিনা বেগম, রেশমা পিতা- রহমত মোল্যা, জেসমিন, রেজাউল, রুপম নামে সন্ত্রাসীরা আমার বাবার বাড়ি এসে সবাই আমাদের উপর অর্তকিত হামলা করে। মোশারফ মোল্যার লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। আমার ৫ বছরের পুত্র স্নিগ্ধ, আমার বোনের পুত্র শান্ত (১৫), ভাইয়ের পুত্র রাতুল (১২) তাদেরকে মারাত্বক ভাবে দেশীয় অস্ত্র দিয়ে জখম করেছে। বর্তমানে আমাদের পুরো পরিবারটিকে মেরে হাসপাতালে পাঠিয়েছে সন্ত্রাসীরা। গৃহবধু শোয়েনা খাতুন আরো জানান, আমার বাবা-মা কে আঘাত ও মারপিট করে বাড়িতে আটকিয়ে রেখেছে এমনকি তাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য মাগুরা শহরে আসতে দিচ্ছে না। মাগুরা প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করি।
এবিষয়ে মোশাররফ মোল্লাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কারোর সাথে দেখা বাকথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published.