মানবিক কাজের জন্য সম্মাননা পেলেন সীতাকুণ্ডের সন্তান আনসার সদস্য সরোয়ার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আনসার সদস্য সরোয়ার উদ্দিন,স্মার্ট কার্ড নং ৮৯৩৬০, নিজ উদ্যোগে জনহিতকর বিভিন্ন কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তার ব্যতিক্রমধর্মী পরোপকারী কার্যক্রম সাধারন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিনিয়ত নিজেকে উৎসর্গ করে দিয়েছে পথ শিশুদের শিক্ষার জন্য, কখনো অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরনে, আবার কখনো মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহে এবং যুব সমাজকে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। একজন সাধারণ আনসার হয়ে নিজ দায়িত্বের পাশাপাশি নিজেকে এমন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একে এম আমিরুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ পান।

সম্মানিত মহাপরিচালক মহোদয় মানবিক আনসারের বিভিন্ন কর্মকান্ডের বর্ণনা শোনেন একইসাথে তার এই মহান জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং তাকে সম্মাননা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.