মিরকাদিম বাজার হতে কলেজ পর্যন্ত নগরে রাস্তার বেহাল দশার জনদুর্ভোগ

মোঃ সুজন বেপারী, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম বাজার হতে মীরকাদিমের কলেজ পর্যন্ত নগরে রাস্তার বেহাল দশার জনদুর্ভোগ পড়েছেন শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

রবিবার ১৩ই আগষ্ট সরজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায় ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু গাড়ি চালক নয়, পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠেছে এ রাস্তাটি। এমনকি রাস্তাটির কিছু কিছু জায়গা পানির নিচে তলিয়ে যায় তাই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। কাঁদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন।

শিক্ষার্থীরা সময় মতো স্কুলে যেতে পারে না। মেরামতের অভাবে এখন চলাচলের অযোগ্য। মেরামত করে চলাচল যোগ্য করে তোলার প্রত্যাশা স্থানীয়দের এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

এবিষয়ে মীরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামকে জানালে তিনি বলেন, রিকাবী বাজার জোড়া বিজ্র হতে নগর পর্যন্ত বর্তমান রাস্তার সংস্কারের কাজ চলমান রয়েছে পরর্বতীতে মীরকাদিম বাজার হতে কলেজ নগর পর্যন্ত দ্রুত রাস্তার সংস্কারের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.