যুক্তরাস্ট্র আওয়ামী লীগ শহীদ নূর হোসেনের ৩৭তম বার্ষিকী পালন করেছে

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ গত
রবিবার ১০ই নভেম্বর ২০২৪,নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের,সকল সহযোগী অংগ সংগঠনের আয়োজনে শহীদ নূর হোসেনের ৩৭তম দিবস উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়। “স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক” বুকে পিঠে স্লোগান লিখে মিছিলের অগ্রভাগে প্রতিবাদে ফেটে পড়ে ১৯৮৭ সালের তৎকালীন স্বৈরসাশক এরশাদের নির্দেশে পুলিশের গুলিতে জীবন দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করে।

সভায় বক্তারা বাংলাদেশে নূর হোসেন স্মরণে আয়োজিত সমাবেশে হামলা করে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নারী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নৃশংস হামলা ও নির্যাতনের নিন্দা করেন।বাংলাদেশে নব্য ফ্যাসিস্ট, স্বৈরাচার, দখলদার, অবৈধ ইউনূস সরকারের গনতন্ত্র হরণ, মানবতাবিরোধী গনহত্যা, সন্ত্রাসী জামাত-শিবির-হিজবুত তাহরীর, আইএস, আইসিসদের সমন্ময়ে বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের ন্যায় তালেবানী রাস্ট্র পরিনত করার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও এসকল দমন পীড়ন বন্ধ করার জন্যে না হলে শুধু শান্তিপূর্ণ কর্মসূচী নয়, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্ঠা বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রন্জন করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,
দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক বিষয়ক এ্যাডভোকেচ শাহ মোঃ বখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, সদস্য আলী হোসেন গজনবী,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম ,সহ সভাপতি আবুল কাশেম ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত আলী, নুরুদ্দিন চৌধুরী, শেখ হাসিনা মন্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জলিল, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, যুক্তরাস্ট্র জাতীয় শ্রমীক লীগের সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাস্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার, সাবেক ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার কহিনুর, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন রাকিব, সাবেক সভাপতি নূরুজ্জামান সরদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুবলীগ নেতা খন্দকার জাহিদুল ইসলাম, গনেশ কির্তনীয়া, ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন মোল্লা এবং ছাত্রলীগ নেতা ফাতিন শাহ প্রমুখ।সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.